জালিয়াতির চরম পর্যায়! বারবার নথি বদলে পরিচয় গোপন বিকাশের

0
1

৬ দিন ধরে নিখোঁজ থাকার পর পুলিশের জালে ধরা পড়েছে কুখ্যাত অপরাধী বিকাশ দুবে। এরপর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, ভুয়ো পরিচয়পত্র নিয়ে মধ্যপ্রদেশে ঢুকেছিল বিকাশ। গাড়িতে দুই সঙ্গীকে নিয়ে গিয়েছিল। সঙ্গে ছিল ভুয়ো আইডি কার্ড। পুলিশ সূত্রে খবর, বিকাশের পদবী ‘পাল’ ছিল। বিকাশকে পালাতে এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির

নেপথ্যে কে বা কারা আছে তা খুঁজছে পুলিশ।

বিকাশকে গ্রেফতারের জন্য উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ২৫টি টিম অভিযান চালায়। শেষমেষ পাকড়াও করা হয় বিকাশকে। যদিও বিকাশ নিজেই আত্মসমর্পণ করেছে বলে অনেকের মত। বিকাশ কে গ্রেফতার করতে কানপুরের বিক্রু গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে হানা দিয়েছিল পুলিশবাহিনী। বাড়ির কাছে পৌঁছতে ই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় গুলি বৃষ্টি। তাতে নিহত হয়েছেন আট পুলিশকর্মী। আহত হয়েছেন আরও সাতজন।