গ্রেফতার উত্তরপ্রদেশের ডন বিকাশ দুবে

0
3

অবশেষে গ্রেফতার উত্তরপ্রদেশের ডন বিকাশ দুবে। কানপুরের উজ্জয়নী মন্দির থেকে তাকে পাকড়াও করেছে পুলিশ। তাকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশের পুলিশ।

৮ পুলিশ কর্মী খুনে অভিযুক্ত উত্তরপ্রদেশের কানপুরের ডন বিকাশ দুবে পুলিশের জালে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী মন্দিরে ঢোকার মুখেই সাদা পোশাকে থাকা পুলিশ তাকে পাকড়াও করে। মন্দিরে ঢোকার মুখে এভাবে যে ধরা পড়ে যাবে, তা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। ফলে পালানোর চেষ্টাও করার সুযোগ পায়নি। তাকে সকালে প্রকাশ্য রাস্তায় পুলিশ টানতে টানতে গাড়িতে তোলে। ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরপ্রদেশে আনার আইনি প্রস্তুতি চলছিল। তার সঙ্গে আরও দুজনকেও মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে।।

বিকাশ দুবে, বিকাশ পন্ডিত নামেও পরিচিত। একটি এফআইআর-এর পরিপ্রেক্ষিতে বিকাশকে গত সপ্তাহে গ্রেফতার করতে গেলে বিকাশ আর তার দলবল হামলা চালিয়ে খুন করে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার সহ ৮ পুলিশ কর্মীকে। গোটা দেশে সে নিয়ে সমালোচনার পড়ে আদিত্যনাথ যোগীর সরকার। শুরু হয় তল্লাশি। কিন্তু কখনও হোটেল থেকে, কখনও অন্য কোনও জেলা থেকে অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয় বিকাশ। পুলিশের গুলিতে তার এক সহচর খুন হয়। গ্রেফতার হয়ে দুজন সহযোগী। কিন্তু পুলিশ তাকে সপ্তাহের বেশি কেটে গেলেও ধরতে ব্যর্থ হয়। তার মাথার দাম আড়াই লক্ষ টাকা ঘোষণা করা হয় যদিও তার পিছনে সাদা পোশাকের পুলিশ লেগেই ছিল। মধ্যপ্রদেশে বিকাশ রয়েছে এমন খবর পাওয়ার পরেই পুলিশকে অ্যালার্ট করা হয়। টিপা পাশে আশপাশে রয়েছে সম্ভবত সে নেপাল ভুটান যাওয়ার জন্য কয়েকজনের সঙ্গে কথা বলছিল। আজি উজ্জয়নী ছাড়ার কথা ছিল। তার আগে পুলিশের জালে ধরা পড়ে গেল।

অ্যারেস্ট হওয়ার পর উজ্জয়িনী থানায় বিকাশ