করোনামুক্ত হলেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত

0
1

করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত। জানা গিয়েছে, বুধবার রাতেই হাসপাতাল থেকে ছুটি পান তিনি। তবে এখন কিছুদিন হোম আইসোলেশনে থাকতে হবে। জুনের শেষদিক থেকে জ্বরে ভুগছিলেন শান্তা দত্ত। তাঁর শরীরে একাধিক করোনার উপসর্গও ছিল। সন্দেহ হওয়ায় শান্তাদেবীর লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। ৩০ জুন জানা যায়, নাইসেডের অধিকর্তাও নভেল করোনাভাইরাসে আক্রান্ত। তবে সেই সময় তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল। তাই প্রথমে ছিলেন হোম আইসোলেশনে। এরই মাঝে ফুসফুসে সংক্রমণের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান করার পর জানা যায় করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। আট দিনের মাথায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন নাইসেড অধিকর্তা।