SBSTC চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন দীপ্তাংশু চৌধুরী

0
1

দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগনের বা SBSTC-এর চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন দীপ্তাংশু চৌধুরী। এদিন তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই দ্বায়িত্বভার তুলে দেওয়া হয়। SBSTC-এর চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর দফতরে দীপ্তাংশু চৌধুরীকে ছোট্ট একটি অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে হাজির ছিলেন, আসানসোল পুরনিগমের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে SBSTC চেয়ারম্যানের দায়িত্বভার দক্ষতার সঙ্গে সামলাচ্ছিলেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। তাঁর মৃত্যুর পর সেখানে স্থলাভিষিক্ত হলেন দীপ্তাংশু চৌধুরী।