এটার মানে কী! কোভিড ওয়ারিয়র্সদের সংবর্ধনার নামে এলাহি খাওয়া দাওয়া, জনসমাগম। আর করছেন কারা? রাজ্যের মন্ত্রী কাউন্সিলররা! সদ্য করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরে এসেই শাসক দলের নেতা-মন্ত্রীদের এক হাত নিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক-বিধায়ক অশোক ভট্টাচার্য। বর্ষীয়ান সিপিএম নেতার লক্ষ্য দুদিন আগে বিধাননগরের হোটেলে কোভিড জয়ীদের সংবর্ধনার নামে বিরাট খাওয়া-দাওয়ার আসর। যেখানে শাসক দলের নেতা-মন্ত্রী এবং সরকারি অফিসাররা ছিলেন। এই আসর থেকে ক’জন সংক্রামিত হয়েছেন? প্রশ্ন অশোকের। একের পর এক বৈঠক হয়েছে। উত্তরকন্যায় বৈঠক করেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক কর্তা। মঙ্গলবার বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব সহ দলীয় নেতারা। অশোকের বক্তব্য, যারা এই সভায় ছিল, তাদের নিয়ম মতো কোয়ারান্টাইনে যাওয়া। কারা গিয়েছেন? অশোকের তোপ, করোনা প্রতিরোধ করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য রাজনীতি। এভাবে শিলিগুড়ির করোনা মোকাবিলা সম্ভব নয়। এখনই কলকাতা থেকে ২৫ জনের চিকিৎসক টিম পাঠানো উচিত। কারণ, করোনায় মৃত্যু যাদের মৃত্যু হচ্ছে, তাদের বয়স ৬৫ নয়, আবার কো-মরবিডিটি ছিল না। তাহলে মৃত্যু কেন? তদন্ত হওয়া উচিত। তৃণমূলকে লক্ষ্য করে অশোকের নিশানা, মানুষ এখন রাজনীতি নয়, চিকিৎসা চাইছে। পাল্টা তৃণমূল বলছে, বাড়ি থেকে নিজেকে প্রাসঙ্গিক রাখতেই এসব বলছেন অশোক ভট্টাচার্য। শহরের প্রাক্তন মেয়র জানিয়েছেন, আপাতত তিনি হোম কোয়ারান্টাইনে থেকেই কাজ করবেন।