লকডাউনের আবহে এবার গর্ভপাত নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল স্বেচ্ছাসেবী সংগঠন আইপাস ডেভলপমেন্ট ফাউন্ডেশন।
কীভাবে লকডাউন গর্ভপাতের ক্ষেত্রে বাধা হলো?
▪️করোনা চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্য কেন্দ্র কে ব্যবহার করা হচ্ছে।
▪️ সংশ্লিষ্ট কেন্দ্রে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা ভাইরাস আক্রান্তদের দেখভাল করছেন। ফলে গর্ভপাত অবহেলিত হয়েছে।
▪️এমনকী বন্ধ ছিল বহু বেসরকারি ক্লিনিক। অনেক ক্ষেত্রে তিনি খোলার পরেও সংক্রমণের ভয় থেকে গিয়েছিল।
▪️ দেশের বহু অঞ্চলে গর্ভনিরোধক ওষুধের জোগান ছিল না।
▪️ আবার যানবাহন না চলায় অনেকেই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেননি।
আইপাস ডেভলপমেন্ট ফাউন্ডেশন জানাচ্ছে, ৮টি রাজ্যের ৫০৯টি স্বাস্থ্যকেন্দ্র, ৫২টি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র, ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গায়নোকলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে সমীক্ষাটি চালানো হয়েছে। তথ্য অনুযায়ী, তিন মাস লকডাউনের জেরে দেশের প্রায় ১৯ লক্ষ মহিলা গর্ভপাত করাতে পারেননি। যার মধ্যে আবার ৮০ শতাংশই গর্ভপাতের ওষুধ পাননি বলে জানা গিয়েছে। ২৫ মার্চ থেকে ২৪ জুনের মধ্যে ৩৯ লক্ষ মহিলা গর্ভপাত করাতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্যে ৪৭ শতাংশই ব্যর্থ হয়েছেন।































































































































