আজানের সময় লাউডস্পিকার আর এমপ্লিফায়ার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টে মামলা রুজু করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ আবেদনে বলা হয়েছে, ইসলাম ধর্মে আজানে মাইক বা এমপ্লিফায়ার ব্যবহারের কথা বলা নেই৷ এই আবেদনের অর্থ ধর্মাচরনে বাধা দেওয়া নয়৷ আজানে মাইক ব্যবহারের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই৷ এই আবেদনের শুনানির দিন এখনও ধার্য হয়নি৷ এদিকে এই মামলার প্রতিক্রিয়ায় রাজ্যের মুসলিম সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ঘটনায় রাজ্যে বহাল থাকা সম্প্রীতির উপর আঘাত হানতে পারে৷