ফের লকডাউনের দৌলতে সবজির বাজার আগুন, মধ্যবিত্তের মাথায় হাত

0
3

ফের শহর ও শহরতলিতে লকডাউন শুরু আজ। আর শুরুতেই অগ্নিমূল্য বাজার। সরকার কেজি প্রতি আলুর দাম ১৪ টাকায় বেঁধে দিয়েছে । কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন । জ্যোতি আলু বিকোচ্ছে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে। চন্দ্রমুখী ৩৪ টাকা কেজি ।
বাধ্য হয়ে বেশি দাম দিয়েই ক্রেতাদের কিনতে হচ্ছে আলু। চড়া দাম অন্যান্য সবজিরও।
দামের কারণে শাসকসবজিতে হাত দিতেও ভাবনাচিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন বাজারে দামও বিভিন্ন।
মানিকতলা বাজারে বেগুনের কেজি ৭০ থেকে ৮০ টাকা।
সেখানে বাগুইআটি বাজারে বেগুন বিকোচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে।
টমেটো সর্বত্র কমবেশি ৭০ থেকে ৮০ টাকা কেজি। ঢেঁড়শ প্রতি কেজি ৪০-৪৫ টাকা।
পটলের কেজি ৬০ থেকে ৭০ টাকা। ঝিঙে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিকোচ্ছে । উচ্ছে কেজি ৬০ টাকা।৩০ টাকার টমেটো আজ লাফিয়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে । ফের লকডাউনের দৌলতে বেড়েছে পেঁয়াজের দাম। ২৪ টাকা কেজি পেঁয়াজ আজ বিকোচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। আদার কেজি লাফিয়ে ১৫০ টাকা থেকে ২০০ টাকা কেজি হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে কাঁচালঙ্কার দাম। ১০০ টাকা কেজি দরের লঙ্কা আজ ১৫০ টাকা কেজি। সবমিলিয়ে সবজির বাজার আকাশছোঁওয়া। ক্রেতাদের মাথায় হাত ।
কিন্তু কেন এভাবে বাড়ছে দাম? বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় যোগান কম। তাই এমন অবস্থা।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সরকারি নজরদারি, টাস্ক ফোর্স– সবই আছে। কিন্তু ফড়েদের দাপট কমানো গেছে কি? প্রশ্ন তুলছেন খুচরো বিক্রেতারাই।