কড়া নির্দেশ কেন্দ্রীয় সরকারের। প্রতিরক্ষা মন্ত্রকের। ৮৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হল সেনাবাহিনীতে। মূলত তথ্য ফাঁস রুখতেই এই পদক্ষেপ। এছাড়া বিকল্প কোনও পথ ছিল না বলেই বক্তব্য সরকারি মহলের। বিশেষত চিনের বিরুদ্ধে কড়া প্রতিরোধে এটা বাধ্যতামূলক ছিল। ১৫ জুলাইয়ের মধ্যে এই অ্যাপগুলি ডিলিট করতে হবে। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে। নিষদ্ধ অ্যাপগুলির মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্ট্যাগ্রাম, উইচ্যাট, পাবজি, লাইকি, টিন্ডার, songs, pk, হাইক, টিকটক, ট্রু কলার প্রভৃতি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, যথার্থ সিদ্ধান্ত। কারণ, এই অ্যাপ ডাউনলোড করার অর্থ সেই ব্যক্তির বেশ কিছু তথ্য চলে যায় অ্যাডমিনিস্ট্রেটরের হাতে। সেনাবাহিনীর কাছে যা অবশ্যই চিন্তার বিষয়।