মুম্বইয়ে জীবনাবসান হল বর্ষীয়ান অভিনেতা জগদীপের। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।
‘শোলে’ র সুরমা ভোপালি চরিত্রের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন জগদীপ। বেশিরভাগ ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে নজর কেড়েছেন তিনি।
কমেডি ছবি আন্দাজ আপনা আপনা-য় সলমন খানের বাবা বাঁকেলালের ভূমিকাতেও তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। রামসে ব্রাদার্সের হরর ছবি পুরানা মন্দির-এও কাজ করেছেন তিনি। কুরবানি এবং শাহেনশাহ-র মতো ছবিতে জগদীপের অভিনয় নজর কেড়েছিল।
শিশুশিল্পী হিসাবে জগদীপকে দেখা গিয়েছে বিমল রায়ের দো বিঘা জমিন, কা আব্বাস মুন্না এবং গুরু দত্তর আর পার ছবিতে। ছয় দশকের লম্বা কেরিয়ারে প্রায় ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন জগদীপ।
সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরির জন্ম হয় 29 মার্চ 1939। অভিনয় জগতে আসার পরে তিনি নাম বদলে নাম নেন জগদীপ। তার বড় পুত্র জাভেদ জাফরি বলিউডের খ্যাতনামা অভিনেতা এবং ডান্সার। ছোট ছেলের নাভেদ টিভি শোতে অত্যন্ত জনপ্রিয় অ্যাঙ্কার।




























































































































