ভারতের জন্য কোন আশঙ্কার খবর শোনালেন মার্কিন গবেষকরা!

0
1

প্রতিষেধক না পেলে করোনা মহামারিতে ছারখার হতে পারে বিশ্ব। দ্রুত প্রতিষেধক না পেলে ২০২১-এর ফেব্রুয়ারি মাসে রোজ ভারতে ২ লক্ষ ৮৪ হাজার মানুষ আক্রান্ত হবেন। আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকদের এই বিস্ফোরক দাবি। বর্তমানে যে হারে বাড়ছে সংক্রমণ, সেই হারকে মাথায় রেখে গবেষকদের দাবি, তাঁরা ৮৪টি দেশের ৬০% মানুষের উপর গবেষণা চালিয়েছেন। সেই সূত্রেই দাবি, আগামী কয়েক মাসে করোনার হামলা আরও বাড়বে। ২০২১ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে গোটা বিশ্বে মহামারিতে আক্রান্তের সংখ্যা ২০-৬০ কোটিতে পৌঁছবে। যদিও দেশের চিকিৎসক মহল বলছেন, এটা অঙ্কের নিয়ম। হিসাব অনুযায়ী জুলাই মাসের মধ্যে শুধু রাজ্যে ৮ লক্ষ আক্রান্ত হওয়ার কথা ছিল। সেখানে সংখ্যাটা ৫.৫ লক্ষ। ফলে সাবধানতা আরও কঠোরভাবে মানলে, এই সংখ্যা মোটেই আতঙ্কের জায়গায় পৌঁছবে না।