ভাইরাস-সংক্রমিত হয়ে হাসপাতালে ‘হিন্দু সংহতি’র প্রতিষ্ঠাতা তপন ঘোষ

0
1

ভাইরাস-সংক্রমিত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ।

পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় গত ২৮ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বুধবার সকালে ওই হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে, তাঁর অবস্থার সামান্য উন্নতি হয়েছে স্থিতিশীলও রয়েছে। তবে তাঁর শরীরে অত্যন্ত ধীরগতিতে অক্সিজেনের মাত্রা বাড়ছে। কিডনিসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বা রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।
তপনবাবুর ফুসফুস- সংক্রান্ত কিছু পুরনো সমস্যা ছিল। মূলত তার চিকিৎসাই এখন চলছে।

প্রসঙ্গত, তপন ঘোষ একসময় RSS-এর প্রচারক ছিলেন৷ কর্মপদ্ধতি নিয়ে মতবিরোধ হওয়ায় তিনি নিজেই “হিন্দু সংহতি” তৈরি করেন। দেশ-বিদেশে হিন্দুত্ব নিয়ে বক্তব্য রাখার জন্য তাঁর ডাক পড়ে। বৃটেনের পার্লামেন্টেও তিনি বক্তব্য রেখেছেন। ইজরায়েলের গিয়েছেন। আমেরিকাতে বেশ কয়েকবার গিয়েছেন। গত বছর কলকাতায় এক আন্দোলন চলাকালীনই তপনবাবুকে পুলিশ গ্রেফতার করেছিলো৷ দীর্ঘদিন তিনি কারান্তরালে ছিলেন৷ পরবর্তীকালে তিনি ‘হিন্দু সংহতি’ থেকেও সরে আসেন।