দাদার ছবিওয়ালা মাস্ক বেচে ৪৮ হতদরিদ্র পরিবারের পাশে সৌরভ ফ্যান ক্লাব

0
1

যতই আতঙ্ক থাকুক মহামারির, প্রিয় দাদার জন্মদিন বলে কথা। তাই আবেগ হার মানিয়েছে যুক্তিকে। বিজ্ঞানকে। যদিও সচেতনতা, সতর্কতা, বিজ্ঞানের পথে হেঁটেই হল সবকিছু। প্রাক্তন ভারত অধিনায়ক, বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিনে মানবিক উদ্যোগ নিলো সৌরভ গাঙ্গুলি ফ্যান ক্লাব।

কলকাতা, বর্ধমান, আসানসোল, নদিয়া ও দুই ২৪ পরগনার মোট ৯০০০ জন সদস্য নিয়ে গড়ে ওঠা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাবের তরফে মহারাজের ৪৮ তম জন্মদিনে সুপার সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্ত ৪৮টি দুর্গত পরিবারের মুখে খাবার তুলে দেওয়া হয় “মহারাজের দরবারে” নামক ফ্যান ক্লাবের পক্ষ থেকে।

মহারাজের আবির্ভাব দিবসে তাঁর ফ্যান ক্লাবের সদস্যরা বলছেন, “বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর এটাই দাদার প্রথম জন্মদিন। স্বাভাবিক ভাবেই খুব স্পেশাল। তবে করোনার কারণে আমরা এবার কেক কাটার অনুষ্ঠান বাতিল করেছি। তার পরিবর্তে মাস্ক বানিয়েছি।”

প্রসঙ্গত, লর্ডসে সৌরভের অভিষেক টেস্ট ম্যাচ ও বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার ছবি নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ ধরণের মাস্ক। এখানেই শেষ নয়, “মহারাজের দরবারে” নামের এই ফ্যান ক্লাব সেই মাস্ক বিক্রি থেকে সংগৃহীত টাকায় এই কঠিন পরিস্থিতিতে গরিব-দুঃস্থ-দুর্গত পরিবারদের পাশে দাঁড়িয়েছে। সত্যি, সফল দাদার জন্মদিন।