ইন্ডিয়া গ্লোবাল উইকের মঞ্চে মোদির ভাষণ

0
1

বৃহস্পতিবার থেকে ব্রিটেনে ইন্ডিয়া গ্লোবাল উইকের মঞ্চে বক্তৃতা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইন্ডিয়া আইএনসি গ্রুপের সিইও ও চেয়ারম্যান মনোজ লাদওয়া বলেছেন, ” মারণ ভাইরাসে ছায়া থেকে বেরোনোর জন্য গোটা বিশ্ব লড়াই করছে। বহুমুখী প্রতিভার সুবাদে বিশ্ব দরবারে বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে ভারত। আমি নিশ্চিত যে, প্রধানমন্ত্রী মোদির বার্তা বিশ্বকে পুনরুজ্জীবিত করবে।”

সূত্রের খবর, মহামারি-লকডাউন পরিস্থিতিতে তিন দিনের সামিট করা হবে ভার্চুয়াল প্লাটফর্মে। এই সামিটে বক্তার তালিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী, তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ, দক্ষতা উন্নয়ন মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে। ব্রিটেনের পক্ষ থেকে বক্তব্য রাখবেন প্রিন্স চার্লস। এছাড়া সে দেশের বিদেশসচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিবরাও উপস্থিত থাকবেন সেখানে।