আজ ৮ জুলাই। ৪৭ বসন্ত পেরিয়ে ৪৮-এ পা দিলেন মহারাজ। এই দিনটার জন্যই তো অপেক্ষা করে থাকেন সৌরভ ভক্তরা। তাঁদের কাছে দাদার জন্মদিন বারো মাসে তেরো পার্বণের মতো বিশেষ একটি দিন। তাই সৌরভের জন্মদিন ভক্তদের কাছে কোনও উৎসবের চেয়ে কম কিছু নয়। এবারও মহামারি আবহের মধ্যেও তার ব্যতিক্রম হলো না। কাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সচিনের শুভেচ্ছা-
মহারাজকে শুভচ্ছা জানিয়ে ক্রিকেট ঈশ্বর তথা একটা সময় জাতীয় দলে তাঁর সতীর্থ সচিন তেন্ডুলকর লেখেন, “হ্যাপি বার্থ ডে দাদি। আশা করি মাঠের পার্টনারশিপের মতো, মাঠের বাইরেও আমাদের পার্টনারশিপ দারুণ ছন্দের এগোবে। জন্মদিনের শুভেচ্ছা নিও।”
ভি ভি এস লক্ষ্ণণ-এর শুভেচ্ছা-
জন্মদিনে সৌরভকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় দলে তাঁর আরেক সতীর্থ ভি ভি এস লক্ষ্মণ লিখেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় আরও অনেক সাফল্যের শিখর ছুঁয়ে দেখুক, এই আশাই রাখি। আগামী দিনগুলো আরও ভালো কাটুক।”
মহম্মদ কাইফের শুভেচ্ছা-
সৌরভের অধিনায়কত্বে ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের অন্যতম নায়ক মহম্মদ কাইফ জন্মদিনের টুইটে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ব্যাটসম্যান থেকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক, সেখান থেকে আজ ভারতীয় ক্রিকেটের রূপকার। আমার দেখা সেরা অধিনায়ক, মেন্টরকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।”
আইসিসি’র শুভেচ্ছা-
টুইটে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। তারা লিখছে, “১০,০০০ ওডিআই রানের মাইলস্টোনে তৃতীয় দ্রুততম, বিশ্বকাপের রানার্স অধিনায়ক, বিদেশের মাটিতে ২৮ টেস্টে ১১ জয়। ভারতের সফলতম অধিনায়ককে জন্মদিনে অনেক শুভেচ্ছা।”
#HappyBirthdayDada#DadaOpensWithMayank
The most awaited episode is out. DO NOT MISS this special segment where @mayankcricket gets @SGanguly99 to reveal some of the most fascinating behind the scenes stories.
?? https://t.co/RDNhQoP6pA pic.twitter.com/7vk0NTREmV
— BCCI (@BCCI) July 7, 2020