ফের পাহাড়ে পর্যটকদের যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল জিটিএ। জিটিএ তরফ থেকে জানানো হয়েছে, ভাইরাস সংক্রমণ রোধে ৩১ জুলাই পর্যন্ত পাহাড়ে পর্যটকদের যেতে নিষেধ করা হচ্ছে।
লকডাউন এবং আনলক ওয়ানে বন্ধ ছিল পাহাড়ে পর্যটকদের আনাগোনা। আনলক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে হোটেলগুলি খুলে যায় এবং পাহাড়ে পর্যটকদের যাওয়ার বিষয়ে নিয়ম শিথিল হয়। কিন্তু বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে কনটেনমেন্ট জোনে ফের লকডাউন কড়া ভাবে পালন হওয়ার পরেই জিটিএ-এর তরফ থেকে ৩১ জুলাই পর্যন্ত পাহাড়ে পর্যটকদের যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। জিটিএ তরফ থেকে জানানো হয়েছে, “একেই বর্ষাকাল। তার উপর সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে কিছুদিন বেড়ানো বন্ধ রেখে দেশের স্বার্থেই সবাই বাড়িতে থাকুন”।






























































































































