প্রতি বছর পুজোর মতো এটাও বারবার ফিরে ফিরে আসে! কেন বললেন সৌরভ?

0
1

প্রত্যেক বছর দুর্গা পুজোর মতো ফিরে ফিরে আসে আমার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন। এতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় স্ট্রেট ব্যাটেই খেলে উত্তর দিলেন বুধবার।

রাজনৈতিক মহলে আগেই একটি মহল থেকে শোনা গিয়েছিল, বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন, আগামী বিধানসভা ভোটে সৌরভ বাংলার মুখ হিসাবে আসরে নামুন। সেই বিষয়টির ভিত্তি আরও দৃঢ় হয়, বুধবার সৌরভের জন্মদিনে স্ত্রী ডোনার বক্তব্যে। তিনি বলেন, রাজনীতিতে এলেও সৌরভ সর্বোচ্চ শিখরে পৌঁছবেন। কারণ, সৌরভ যেটাই করেন, সেটা একশো শতাংশ করতে চান।

সৌরভ এদিন বলেন, এখনই এসব নিয়ে ভাবার প্রশ্ন নেই। রাজনীতি করার প্রশ্ন নেই। আপাতত এটুকুই বলতে পারি। ভারতীয় ক্রিকেট নিয়ে এখন দারুন ব্যস্ত!