চিন বয়কটের ডাক হিরো সাইকেলের

0
3

ভারত – চিন উত্তেজনা অব্যাহত। এই অবস্থায় চিন বয়কটের ডাক দিল সাইকেল সংস্থা হিরো। চিনের সঙ্গে ৯০০ কোটি টাকার বাণিজ্য চুক্তি বাতিল করল হিরো সাইকেলস।

পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। এরপরই চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে। পাশাপাশি ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। এমনকী সরকারি কাজে নিযুক্ত চিনা সংস্থার বরাত বাতিল করে দেওয়া হয়েছে। এই আবহে বাণিজ্য চুক্তি বাতিল করল সাইকেল সংস্থাও। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ মুঞ্জাল এই ঘোষণা করে জানিয়েছেন, “আগামী তিন মাসের জন্য পণ্য ও কাঁচামাল সরবরাহ করা নিয়ে চুক্তি হয়েছিল চিনা সংস্থার সঙ্গে। কিন্তু সীমান্তে চিনের আগ্রাসন বেড়েছে। এর প্রতিবাদ জানাতেই চুক্তি একতরফাভাবে বাতিল করেছি। সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসরা সহমত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।”

সংস্থা জানিয়েছে, লকডাউনের জেরে ব্যবসার বিপুল ক্ষতি হয়েছে। কিন্তু দেশের স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থা। ক্ষতির পরিমাণ অবশ্যই বাড়বে। ইতিমধ্যেই জার্মানির একটি সংস্থার সঙ্গে চুক্তি করার কথা চলছে হিরো সাইকেলসের। জার্মানিতে শো রুম খুলছে হিরো।