হুগলি জেলার মোট ২১ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার এই কনটেনমেন্ট জোনগুলিতে ১৪ টি পুর এলাকা এবং সাতটি গ্রামীণ এলাকা রয়েছে। বুধবার হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর জানান, কনটেনমেন্ট জোনের সঙ্গে কিছু বাফার জোনও এই লকডাউনের আওতায় পড়বে।
*চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, শ্রীরামপুর, রিষড়া, উত্তরপাড়া, ডানকুনি, চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া* থানা এলাকার মধ্যে কনটেনমেন্ট জোনগুলি চিহ্নিত করা হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ৯ জুলাই বিকেল ৫টা থেকে এই এলাকাগুলিতে লকডাউন লাগু হবে।
অত্যাবশকীয় পণ্যের দোকান ছাড়া অন্য কিছু খোলা থাকবে না।
যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই জোনগুলিতে সরকারি বা বেসরকারি সমস্ত অফিস বন্ধ থাকবে।
১০০ শতাংশ লকডাউন করতে বদ্ধ পরিকর প্রশাসন। মানুষের যাতে খাদ্যের সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে। সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। এ বিষয়ে সচেতনতামূলক দু হাজার হোর্ডিং জেলার বিভিন্ন জায়গায় লাগানো হবে বলে জানান জেলাশাসক।





























































































































