রাজ্য জুড়ে কনটেনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সাতদিন কড়া লকডাউন পালন করা হবে। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনেকেই এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কনটেনমেন্ট জোনগুলিতে কঠোরভাবে লকডাউন পালন করতে হবে। পরিস্থিতি দেখে পরে সিদ্ধান্ত বদল করা হবে।
মুখ্যমন্ত্রী জানান,
• এ এবং বাফার জোন মিলিয়ে তালিকা তৈরি করা হয়েছে।
• কয়েকটি ছোট ছোট জায়গায় চিহ্নিত করে কনটেনমেন্ট করতে হবে।
• সুফল বাংলা-কে কনটেনমেন্ট যেতে হবে যাতে বাসিন্দারা খাদ্য সামগ্রী পান।
• বাকি প্রয়োজনীয় জিনিসের জন্য পুলিশকে সহায়তা করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার
আবাসন বা বস্তি এলাকায় সর্বত্র সংক্রমণ ছড়াচ্ছে। সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক।
দক্ষিণ ২৪ পরগনার কনটেনমেন্ট জোনের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। কলকাতা এবং কয়েকটি জেলার তালিকা বুধবার প্রকাশ হলেও, দক্ষিণ ২৪ পরগনা শহর বেশ কয়েকটি জেলার তালিকা পুনর্বিবেচনা করে বৃহস্পতিবার প্রকাশ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।






























































































































