রাজ্য জুড়ে কনটেনমেন্ট জোনে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে থেকে শুরু হচ্ছে কড়া লকডাউন। বুধবার, নবান্নে বিভিন্ন জেলার কনটেনমেন্ট জোনের তালিকা নিজে দেখেন মুখ্যমন্ত্রী। আর তাতে দক্ষিণ ২৪ পরগনা তালিকা দেখে প্রবল ক্ষুব্ধ হন মমতা। মুখ্যসচিব রাজীব সিনহাকে প্রশ্ন করেন, “কে করেছে দক্ষিণ ২৪ পরগনার লিস্ট? এটা কি ভোটার লিস্ট ধরে করেছে নাকি? বেড়ে খেলেছে। ঘরে বসে টুকে দিয়েছে।”
অবিলম্বে সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা করে দক্ষিণ ২৪ পরগনার তালিকা বদলানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রকাশিত হবে নতুন তালিকা। তবে, কলকাতা ও উত্তর ২৪ পরগনার তালিকা দেখে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
দক্ষিণ ২৪ পরগনার তালিকায় রাজপুর-সোনারপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার পুরো অঞ্চল এবং সব ওয়ার্ডগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে দেখানো হয়েছে। আর তাতেই রেগে যান মুখ্যমন্ত্রী। প্রশ্ন করেন, “এটা কি ভোটার তালিকা হয়েছে?এটা হবে না। রিভিউ করতে হবে।”
বৃহস্পতিবার পাঁচটা থেকে চালু হচ্ছে লকডাউন। তার আগেই তালিকা তৈরি হবে বলে আশ্বাস দেন মুখ্যসচিব। তবে মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন সঠিকভাবে চিহ্নিত করে তালিকা প্রকাশ করার উপর। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপরেও উষ্মা প্রকাশ করেন মমতা। এধরনের তালিকা তৈরির ক্ষেত্রে তিনি স্বয়ং যেন বিষয়টি পর্যালোচনা করেন সে বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।






























































































































