বাতিল এশিয়া কাপ, ঘোষণা সৌরভের

0
1

বিশ্বজুড়ে করোনা সঙ্কট অব্যাহত। আর তার প্রভাব পড়েছে ক্রিকেটের বাইশ গজে। যার দরুণ এখনও ঝুলে রয়েছে টি-২০ বিশ্বকাপের ভাগ্য। আর এসবের মধ্যেই এবছরের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা বাতিল ঘোষণা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ, বুধবার ৮ জুলাই তাঁর ৪৮ তম জন্মদিনে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে এই ঘোষণা করেন সৌরভ।

তবে সৌরভ একথা ঘোষণা করলেও এশীয় ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের আসর বসার কথা ছিল। যা এখন অনিশ্চতায় ডুবে।