শিক্ষিকার সঙ্গে সমকামী সম্পর্ক! অস্বাভাবিক মৃত্যু ছাত্রীর

0
1
প্রতীকী ছবি

কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। এক স্থানীয় স্কুল শিক্ষিকার সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ পরিবারের। কোন্নগর অরবিন্দ রোডের চরকতলার বাসিন্দা শুভশ্রী বর্মন বঙ্গবাসী কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাবা জানান, স্থানীয় এক স্কুলের প্যারাটিচার তনয়া ঘোষ তাঁর নিজের বাড়িতে শুভশ্রীকে পড়াতেন। প্রতিদিন অনেক রাত পর্যন্ত দুজনে মোবাইলে চ্যাট করতেন। অভিযোগ, ৩০ তারিখে রাতে চাষের জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা পরেন ওই ছাত্রী। তাঁকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ৭ তারিখ শুভশ্রীর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, ছাত্রী-শিক্ষিকা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কের টানাপড়েনের জেরেই বিষ খেয়ে তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ শুভশ্রীর বাবার। পরিবারের তরফে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। সোমনাথ চক্রবর্তী নামে এক যুবক হরিপাল থেকে শুভশ্রীকে বিষ এনে দেন বলে অভিযোগ। ঘটনায় সোমনাথকে আটক করেছে পুলিশ।