আমফানের ত্রাণ বিলিতে তাড়াহুড়োয় কোথাও কোথাও সমস্যা দেখা দিয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, করোনা ও আমফানের সঙ্গে একা লড়ছি। দু’একটা জায়গায় সমস্যা হচ্ছে। তবে ভরসা রাখুন। দুর্গতরা টাকা পাবেন। কেউ বঞ্চিত হবেন না। অল্প সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্তদের হাতে ত্রানের জিনিস, অর্থ পৌঁছে দেওয়া হবে। যে সমস্যা কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, সে নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। গত শুক্রবার দলের ভার্চুয়াল মেগা বৈঠক থেকে দলনেত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, আমফানের ত্রাণে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। যারা দুর্নীতি করবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে। এদিন কার্যত সেই হুঁশিয়ারি বজায় রাখলেন মুখ্যমন্ত্রী।





























































































































