কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে খুঁজে পেতে পুরস্কার মূল্য ঘোষণা করল উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাশের খোঁজ দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়া হবে ২. ৫ লক্ষ টাকা।
বৃহস্পতিবার গভীর রাতে বিকাশকে পাকড়াও করতে যায় পুলিশ। ওই অভিযানে আটজন পুলিশকর্মীকে একসঙ্গে এনকাউন্টার করে খুন করে বিকাশ দুবে। এরপরই বেপাত্তা হয়ে যায় উত্তরপ্রদেশের মোস্ট ওয়ান্টেড অপরাধী। ইতিমধ্যেই স্পেশাল টাস্কফোর্স গঠন করে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের সমস্ত সীমানা। উত্তরপ্রদেশ সহ অন্যান্য জায়গায় বিকাশের খোঁজ করা হচ্ছে। জানা গিয়েছে, বিকাশের খোঁজে নেপাল সীমান্ত পৌঁছেছে পুলিশ। খুন, অপহরণ দাঙ্গা সহ বর্তমানে ৬০ টি মামলা চলছে বিকাশের বিরুদ্ধে।