কেন্দ্রের জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ৫৮ ওয়ার্ড তৃণমূলের সভা

0
3

কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী পদক্ষেপের প্রতিবাদে সোমবার থেকে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস ৷
সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ধারাবাহিক কর্মসূচির রূপরেখা স্থির করে দিয়েছেন৷ দলের নির্দেশে এদিন পূর্ব কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ডে পেট্রোল, ডিজেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধি, রেলে কর্মী সঙ্কোচন, বেসরকারি সংস্থাকে যাত্রী ট্রেন চালানোর সুযোগ দেওয়া, কোল ইন্ডিয়া, সমবায় ব্যাঙ্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে মহামারি বিধি মেনেই৷ কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা বর্তমান প্রশাসক স্বপন সমাদ্দারের নেতৃত্বে এই প্রতিবাদ সভায় ছিলেন মধ্য কলকাতা যুব তৃণমূলের সহ সভাপতি নয়ন খটিক -সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ স্বপন সমাদ্দার জানিয়েছেন, দলের নির্দেশে এই কর্মসূচি চলবে ১০ জুলাই পর্যন্ত৷
১১ জুলাই থেকে পরবর্তী তিনদিন রাজ্য সরকারের জনমুখী কর্মসূচির প্রচার করা হবে৷