বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করতে গিয়ে শ্রীঘরে বর, কোয়ারেন্টাইনে বরযাত্রীরা

0
2

দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই লকডাউন কিছুটা শিথিল হলেও করোনা মোকাবিলায় জারি রয়েছে একাধিক সরকারি বিধিনিষেধ। কিন্তু সেসবকে তোয়াক্কা না করে সামাজিক দূরত্ব শিকেয় তুলে, মুখে মাস্ক না পড়ে বর চলেছেন বিয়ে করতে। অবশেষে যা হওয়ার তাই, শ্রীঘরে ঠাঁই হলো বরের। শুধু বর নয়, মহামারি আইনে বর-সহ আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওড়িশার গঞ্জম জেলায় বারহামপুরে কোভিড হটস্পট জোনে সরকারি বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে উদ্দাম নৃত্য করতে করতে বরকে বিয়ে করাতে নিয়ে যাচ্ছিল বরপক্ষ। আর ওই বিয়ের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ৫০ জনেরও বেশি মানুষ। এরপরই পুলিশ গ্রেফতার করে বর, বরের বাবা, ভাইকে। এছাড়াও দুই পক্ষ মিলিয়ে ৫ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। জরিমানা বাবদ নেওয়া হয়েছে ৫০ হাজার টাকা।

বরযাত্রীদের নাচের একটি ভিডিও দেখে ইতিমধ্যেই
সকলকেই কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন। ডিআইজি (সেন্ট্রাল জোন) সত্যব্রত ভোই বলেন, “গোপালপুরে একটি হোটেল চত্বরে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক থাকলেও, সেখানে তার কোনও বালাই ছিল না। কোভিড-১৯ বিধিনিষেধ না মানায় থানায় একটি মামলা করা হয়”। ওই অঞ্চলের কালেক্টর বলেছেন, “আমাদের আনন্দ যেন অন্যের কান্নার কারণ না হয়ে ওঠে”।