জল পরিষ্কার রাখতে পুকুরে নেমে নিজেও পানা সরালেন মন্ত্রী স্বপন দেবনাথ

0
1

লুঙ্গির ওপর হাফ হাতার পাঞ্জাবি। গলায় গামছা জড়ানো। মাস্ক, গ্লাভসও আছে। হাঁটু পর্যন্ত জলে নেমে পুকুর থেকে পানা টেনে ডাঙায় তুললেন রাজ্যের এক মন্ত্রী।

রবিবার এই ভূমিকাতেই দেখা গেল রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথকে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা স্বপনবাবু টানা ২০ বছর ধরে এলাকার জলাভূমি সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ চেষ্টায় ওই এলাকার বাঁশদহ বিলকে সাজিয়ে তুলেছেন। এলাকার প্রকৃতি ও পশুপ্রেমী সংস্থার সদস্যদের নিয়ে এই বর্ষায় বৃক্ষরোপণের কাজও সমানে চলছে। তারপর রবিবার বাঁশদহ বিলে পানা সরানোর কাজে হাত লাগালেন। আর্সেনিক প্রবণ পূর্বস্থলীতে ভূপৃষ্ঠের জল সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন এলাকার বাসিন্দা স্বপন দেবনাথ। জলাশয় বাঁচিয়ে তার সৌন্দর্যায়ন ঘটিয়ে পর্যটন সম্ভাবনা বাড়াতেও নানা উদ্যোগও নিয়েছেন তিনি। প্রতিবছর খাল বিল উৎসব করেন তিনি। জলাশয়ের জল পরিষ্কার রাখতে পানা সরানোর কাজে এবার নিজেও নেমে পড়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ।