বাগদায় ত্রাণ-ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে পুলিশকে ‘ঝাঁটাপেটা’

0
1

আমফান ঝড়ের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল সমর্থকদের, পুলিশকে ঝাঁটাপেটা করার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার, আমফানের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে বাগদার কনিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল। সেই সময় গ্রাম পঞ্চায়েতের গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় তৃণমূল সমর্থকদের। অভিযোগ, ঝাঁটা নিয়েই পুলিশের উপর চড়াও হন বিক্ষোভকারীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের চালিত পঞ্চায়েতে কোনও দুর্নীতি নেই। শাসকদলের তরফ থেকে পরিকল্পিতভাবে এই গোলমাল করা হয়েছে। এদিকে পুলিশকে হেনস্থার ঘটনায় নিন্দা করেছেন তৃণমূল জেলা নেতৃত্ব।