দিঘার মোহনায় উঠল মরশুমের প্রথম ইলিশ। ওজনে ৮০০ থেকে এক কেজির ওপরে। ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। গত পয়লা জুলাই ইলিশ ধরার জন্য বড় ট্রলার গভীর সমুদ্রে যায়। তার মধ্যে কয়েকটি ট্রলার মোহনায় ফিরেছে।মৎসজীবিরা জানিয়েছেন, সমুদ্রে ইলিশ ধরা পড়ার মতো সময় এসেছে। ইলিশ ধরার অনুকূল পরিবেশ গতবছরও ছিল না। মৎস্যজীবীদের আশা আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে মিলবে ইলিশের দেখা।