কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ, সোমবার থেকে পথে নামছে তৃণমূল কংগ্রেস। পেট্রোল, ডিজেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধি, রেলে কর্মী সঙ্কোচন, বেসরকারি সংস্থাকে যাত্রী ট্রেন চালানোর সুযোগ দেওয়া ইত্যাদি জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে করোনাবিধি মেনে আজ সব ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের সঙ্গে ভিডিও বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি আজ, ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে দলের কর্মসূচি ঘোষণা করেছেন৷
◾ আজ, সোমবার বেলা দু’টোয় বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের প্রতিবাদ কর্মসূচিতে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়৷।
◾ আগামীকাল, মঙ্গলবার রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে সব রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল।
◾ বুধবারের প্রতিবাদ হবে রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে৷
◾ কোল ইন্ডিয়া, সমবায় ব্যাঙ্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও পথে নামবে তৃণমূল।
◾ ১১ থেকে ১৩ জুলাই, এই তিন দিন রাজ্য সরকারের জনমুখী কর্মসূচির প্রচার করা হবে৷