আইপিএলের প্রস্তুতি নিতে শুরু করছে বিসিসিআই

0
1

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(ICC) টালবাহানায় এবার ক্ষুব্ধ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। তাই বিসিসিআই শুরু করে দিচ্ছে আইপিএলের প্রস্তুতি। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি আইসিসি।

বিসিসিআইয়ের মতে, ইচ্ছাকৃতভাবে বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাচ্ছে না আইসিসি। আইপিএল ভেস্তে দিতে চাইছে তারা। তাই, আর অপেক্ষা নয়। বিশ্বজুড়েই এখন স্থানীয় স্তরের খেলার উপর জোর দেওয়া হচ্ছে। বুন্দেসলিগা শুরু হয়ে গিয়েছে। স্প্যানিশ লিগ শুরু হয়েছে। ইংলিশ প্রিমিয়ার শুরু হয়েছে। আবার ইউরো এবং অলিম্পিকের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট পিছিয়েছে। কারণ এই অতিমারি পরিস্থিতিতে আন্তর্জাতিক টুর্নামেন্টের থেকে স্থানীয় টুর্নামেন্ট আয়োজন করা অনেক সহজ। বিসিসিআই বোর্ডের এক কর্তার কথায়, আইসিসির ‘ঢিলেমি’ এবার বিরক্তির পর্যায়ে চলে যাচ্ছে। তাই আর অপেক্ষা না করে আমরা আইপিএলের প্রস্তুতি শুরু করছি।