এল দেশের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘Elyments’, উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি

0
1

আত্মনির্ভর ভারতের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকটক -সহ ৫৯ টি অ্যাপ ব্যান হয়েছে দেশে। এবার এল দেশের নিজস্ব সোশাল মিডিয়া অ্যাপ “Elyments”।

উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু রবিবার উদ্বোধন করেছেন এই অ্যাপের। “আর্ট অব লিভিং” বেসরকারি সংস্থার আইটি কর্মীরা মিলে এই অ্যাপ তৈরি করেছেন। আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা ধর্মগুরু রবিশঙ্কর। তাঁদের দাবি এটিই দেশের প্রথম সোশাল মিডিয়া সুপার অ্যাপ।

সোশাল মিডিয়া অ্যাপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের সঙ্গে পাল্লা দেবে এই অ্যাপ। ইতিমধ্যেই ১ লক্ষ বার প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে গিয়েছে অ্যাপটি ।