শ্যামাপ্রসাদের অধরা স্বপ্ন সফল করতে চান দিলীপ

0
1

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯তম জন্মদিন উপলক্ষে শুরু হয়ে গেল বিজেপির ভার্চুয়াল সভা। মূল বক্তা অবশ্যই দলের সভাপতি জেপি নাড্ডা। আজ থেকে শুরু হবে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলবে এই সদস্য সংগ্রহ কর্মসূচি। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র পর বক্তব্য রাখেন রাজ্য

সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। দিলীপ তাঁর ভাষণে বলেন, স্বল্প রাজনৈতিক জীবনে শ্যামাপ্রসাদজি অনেক স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। আমরা সেই স্বপ্ন সফল করব। রাজ্য থেকে কেন্দ্রের শিল্প উন্নয়নের কথা বলতে গিয়ে ডিএসপি, সিন্ধ্রি সার কারখানার তৈরির স্বপ্ন দেখেছিলেন। দিলীপের পর বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।