মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় দিলীপ ঘোষ! ভাবছেন তা হয় নাকি! কিন্তু ঘটনা সেটাই। দিলীপের এই বক্তব্য যে রাজনৈতিক মহলে ঝড় তুলবে তা বলার অপেক্ষা রাখে না।
প্রশংসা করতে গিয়ে কী বললেন দিলীপ? ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর সম্পাদক অভিজিৎ ঘোষকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে দিলীপ স্পষ্টভাষায় মুক্তকণ্ঠে প্রশংসা করলেন তাঁর প্রতিদ্বন্দ্বী দলের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে। বললেন ‘ মমতা ব্যানার্জির নেতৃত্ব প্রতিষ্ঠিত। তাঁকে লোকে মেনে নিয়েছে। একটা সময় তাঁর উপযোগী, প্যারালাল লিডারশিপ আমরা খাড়া করতে পারিনি। এটা তো গত বিধানসভা নির্বাচন থেকে আমি বলে আসছি।’
পাল্টা প্রশ্ন ছিল, সমালোচনার মুখে পড়বেন তো! দিলীপের জবাব, ‘আরে আমাকে অনেকে বলেন, আপনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে দিলেন? আমার সাফ কথা, প্রশংসার যোগ্য মানুষ। লোক তাঁকে স্বীকৃতি দিয়েছে। আমি প্রশংসা না করলে কি উনি ছোট হয়ে যাবেন? আসলে আমরা বড় পার্টির লোক, তাই বড় মন নিয়ে চলি। এসব ছোটখোটো বিষয় নিয়ে ভাবি না। আজ লড়াই করে পাল্টা লিডারশিপ খাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিয়ে বুঝিয়ে দিয়েছি, আমরা আসছি, ক্ষমতায় আসছি।’
বিজেপি রাজ্য সভাপতির এই বক্তব্য নিশ্চিতভাবে শাসক দল তো বটেই, বিজেপির অভ্যন্তরেও ঝড় তুলবে নিশ্চিত।






























































































































