বাণিজ্যনগরীর রাস্তায় হেঁটে বেড়াচ্ছে হরিণের দল, ভাইরাল ভিডিও

0
4

করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে গৃহবন্দি মানুষ। এই অবস্থায় প্রকৃতি ফিরে পাচ্ছে তার নিজের রূপ। নির্ভয়ে হেঁটে বেড়িয়েছে হরিণ, নীলগাই, বাঘরোল, ভামের দল। ফের হরিণের দেখা মিলল মুম্বইয়ের রাস্তায়। এর আগে নভি মুম্বইয়ের জলাশয়ে উড়ে এসেছিল হাজার হাজার গোলাপি ফ্লেমিঙ্গোর দল। দিনের আলোয় মুম্বইয়ের রাস্তায় ঘুরল হরিণের দল। মুম্বইয়ের মিথি নদীর পাশে দেখা গেল হরিণের দলকে।