নাবালিকাকে শারীরিক নির্যাতন করে খুন, “চেন কিলার”-কে ফাঁসির সাজা

0
1

এক নাবালিকাকে প্রথমে ধর্ষণ, তারপর খুন করার অপরাধে কুখ্যাত দুষ্কৃতী কামারুজ্জামান সরকার ওরফে “চেন কিলার’’-কে মৃত্যুদণ্ডের সাজা দিল কালনা আদালত। আজ, সোমবার কালনা আদালতের বিচারক ওই দুষ্কৃতীকে ফাঁসির সাজা দেন। মেয়ের ধর্ষক ও খুনির ফাঁসির সাজা হওয়ায় খুশি মৃতার পরিবারের লোকেরা।

উল্লেখ্য, কামারুজ্জামানের বিরুদ্ধে একাধিক খুন, ধর্ষণ, রাহাজানির মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলার সাজা হল এদিন। বাকি মামলাগুলি এখনও আদালতের বিচারাধীন।