গালওয়ানে ডোভালের কামাল! দীর্ঘ ফোন রাজনীতির সুফল পেল নয়াদিল্লি

0
1

গালওয়ানে ডোভালের কামাল। গালওয়ান থেকে চিনা সেনা সরানোর আসল রহস্য প্রকাশ্যে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ফোনেই শেষ পর্যন্ত বরফ গলল।

বিগত প্রায় সাত দিন ধরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা চলছে ডোভালের। ফোনে বারবারই বুঝিয়ে দেওয়া হয়, ভারত মোটেই সীমান্ত সঙ্ঘাত চায় না। আন্তর্জাতিক আইন মেনে সরে যাক চিন। স্থিতাবস্থা বজায় থাকুক গালওয়ানে। শেষে ভারতের যুক্তির কাছে মাথা নত করে চিন গালওয়ান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং স্থায়ী ইমারত ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও প্রাক্তন সেনা কর্তারা মনে করছেন এটা আসলে চিনের সময় নেওয়ার খেলা। আপাতত বর্ষার কারণে সরতে বাধ্য হচ্ছে। ফের অক্টোবরের পর চিনের ফিরে আসার সম্ভাবনা রয়েছে।