জঙ্গলমহলে দাঁড়িয়ে ফের পুলিশকে মেরে সশস্ত্র সংগ্রামের ডাক আদিবাসী নেতার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে চিন্তার ভাঁজ প্রশাসনে। পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে যে জঙ্গলমহলে একসময়ে মাওবাদী নাশকতার সূচনা হয়েছিল, সেই ঝাড়গ্রামের বেলপাহাড়িতে দাঁড়িয়ে ফের পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন আদিবাসী নেতা। পুলিশকে বোমা মারার, পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ডাক দেন ‘দ্বিতীয় হুল’-এর।
সম্প্রতি জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ওই ভিডিও হাতে পেয়েছে। অনুমান, বক্তা আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’-এর ঝাড়গ্রাম তল্লাটের আহ্বায়ক পালহান সরেন। পালহানও স্বীকার করেছেন বক্তা তিনিই।
পুলিশের সূত্রে খবর, ৩০ জুন হুল দিবসের সন্ধেয় বেলপাহাড়ির চাকাডোবায় সভায় প্রশাসনের বিরুদ্ধে আদিবাসীদের বঞ্চনা করার অভিযোগ তোলা হয়। সেই সময় থেকেই দ্রুত পঞ্চম তফসিল কার্যকরের দাবিতে জঙ্গলমহলে দ্বিতীয় হুল বিদ্রোহের ডাক দেওয়া হয়। ভিডিও দেখা যাচ্ছে, পুলিশ-প্রশাসনকে আলোচনায় বসার বার্তাও দেওয়া হয়েছে। এমনকী জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহতর এলাকায় ফিরে আসাকে তাঁরা ভাল চোখে দেখছেন না বলে ওই সভায় জানিয়েছেন পালহান।
পারগানা মহলের উপদেষ্টা শিবশঙ্কর সরেন বলছেন, ‘‘সশস্ত্র সংগ্রামের কথা যদি কেউ বলে থাকেন, দীর্ঘ বঞ্চনার প্রেক্ষিতেই বলেছেন।’’
আদিবাসী সংগঠনের নেতা রবিন টুডুর স্ত্রী বিরবাহা সোরেন এখন জেলা তৃণমূলের সভানেত্রী। রবিন তৃণমূলের এসটি সেলের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা। বিরবাহা বলেন, ‘‘পঞ্চম তফসিল কেন্দ্রের অধীন। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কেন বিষয়টি লোকসভায় তুলছেন না?’’ তৃণমূলের একাংশ পালহানের সঙ্গে বিজেপি সাংসদ কুনার হেমব্রমের ঘনিষ্ঠতারও তত্ত্বও তুলেছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.