করোনা মানেই মৃত্যু নয়: করোনাকে হার মানিয়ে বাড়ি ফিরে জানালেন অশোক

0
1

২১ দিন পর করোনাকে হার মানিয়ে বাড়ি ফিরলেন শহরের বিধায়ক তথা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।সোমবার সকালে তিনি মাটিগাড়ার নার্সিংহোম থেকে ছুটি পান। নার্সিংহোমের তরফ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়।পাশাপাশি, অশোক ভট্টাচার্যও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পুষ্পস্তবক তুলে দেন। তারপর সকলের সঙ্গে তিনি গ্রুপ ছবিও তোলেন।

সেখান থেকে তিনি সোজা চলে যান হিলকার্ট রোড সিপিআইএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে। সেখানে দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।অশোক ভট্টাচার্যের গাড়ি আসতেই তাতে পুষ্পবৃষ্টি করেন তাঁরা।
তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানেও একইভাবে তার জন্য অপেক্ষা করছিল অগুনতি মানুষ। তার গাড়ি বাড়ি পৌঁছতেই ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। বারান্দায় বেরিয়ে আসেন স্ত্রী রত্না ভট্টাচার্য। প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে বাড়িতে প্রবেশ করানো হয়।
বাড়ি ফিরে অশোক ভট্টাচার্য বলেন, “ভয়ের কোনও কারণ নেই। খুব ভালো চিকিৎসা হয়েছে। তাই আমার মতো অনেকেই সুস্থ হয়েছেন। এটা ঠিক করোনা মানেই মৃত্যু নয়”।
আগামী ১৫দিন তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তারপর তিনি কাজে যোগ দেবেন।