মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় বিমান দুটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। আমেরিকার ইডাহোর আকাশে এই সংঘর্ষ হয়েছে। ডিলেন হ্রদের জলে ডুবে যায় বিমান। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। নিখোঁজ ৬ যাত্রী। তবে আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে। মাটি থেকে প্রায় ৮০০ ফুট উপরে উঠছিল বিমান দুটি। শেষ হচ্ছে পাইলটরা চেষ্টা করলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। একজন চালক জানিয়েছেন, একটি বিমানের কেবিনে ঢুকে গিয়েছিল আরেকটির উইং। এরপর ভেঙে হ্রদের জলে পড়ে যায়।
উদ্ধারকারীরা জানিয়েছেন, বিমানের যাত্রী এবং ক্রু সকলেরই মৃত্যু হয়েছে। জলে ডুবে যাওয়ার আগে পর্যন্ত ২ যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। তবে বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।




























































































































