“দিলীপের লাল চোখ হলুদ করে দেবো!” হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

0
1

বিজেপি রাজ্য সভাপতি সব জায়গায় গিয়ে “বদলা-বদল”-এর কথা বলছেন। এবার দিলীপকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

করোনা আবহের রাজনৈতিক তরজাকে আরও উস্কে দিয়ে শ্রীরামপুরের সাংসদ বলেন, “দিলীপ ঘোষের লাল চোখ হলুদ করে দেবো”। বাঁকুড়ায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতিকে হুঁশিয়ারি দেন কল্যান বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়। তৃণমূলের আইনজীবী-সাংসদ আরও বলেন, “দিলীপ ঘোষ মায়ের দুধ কতটা খেয়েছে? কত বড় বীর, কত বড় মাতব্বর আর সাহসী দেখে নেবো।”

দিলীপ ঘোষের পাশাপাশি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকেও কড়া ভাষায় আক্রমণ করেন কল্যান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “ধন্য তুমি নরেন্দ্র মোদি, ধন্য তোমার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের জিডিপি ১ শতাংশে নেমে গেছে। আর কালনাগিনীর ছোবলের মতো দেশের অর্থমন্ত্রীর ছোবল খেয়ে মানুষ মরছে।” অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে বিশ্বের নিকৃষ্টতম অর্থমন্ত্রী উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেন কল্যাণ।