সমুদ্রে স্নান করতে নেমে তাজপুরে তলিয়ে গেল এক যুবক। নিখোঁজ এখনও ১জন । মৃতের নাম গোলাম মহম্মদ(২৫)।
পুলিশ জানিয়েছে, শুক্রবার একটি গাড়িতে করে হাওড়া থেকে দিঘা বেড়াতে এসেছিলেন পাঁচ যুবক। শনিবার সকালে পাঁচ বন্ধুর মধ্যে তিনজন তাজপুরে বেড়াতে এসে উত্তাল সমুদ্রে স্নানে নামেন। বারণ না শুনে স্নানে নামার কিছু সময় পর ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায় তিন জন। উজির আহমেদ নামের বছর ৩০-এর এক যুবক নিজের চেষ্টায় পাড়ে উঠে এলেও বাকি দু’জন উঠতে পারেননি। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ তল্লাশি চালিয়েও মহম্মদ জুনেত(৩০)এর কোনও খোঁজ পাওয়া যায়নি । তিন যুবকের মধ্যে জুনায়েতের বাড়ি হাওড়ার শিবপুরের ৫নম্বর বস্তি এলাকায়।
উজির আহমদের বাড়ি বৈদ্যবাটিতে আর গোলাম মহম্মদের বাড়ি হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে। কাঁথির এস ডি পিও অভিষেক চক্রবর্তী বলেন, ‘সমুদ্রে স্নানে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ এখন আরও একজন। তল্লাশি চলছে ।’






























































































































