অতীতের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে করোনা আক্রান্ত ২৫ হাজার

0
1

দেশে করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই সংক্রমণের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। মারণ ভাইরাসের থাবায় বাড়ছে মৃত্যুর সংখ্যাও। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড।

এবার শেষ ২৪ ঘন্টায় প্রায় ২৫ হাজার নতুন সংক্রামিতের খোঁজ মিলল ভারতে। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪,৮৫০ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাসের হদিশ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৬১৩ জনের। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৭৩,১৬৫। মোট মৃত্যু হয়েছে ১৯,২৬৮ জনের। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্ত ২,৪৪,৮১৪ জন। সুস্থ হয়েছেন ৪,০৯,০৮৩ জন।