অবিশ্বাস্য হলেও সত্যি! বিশ্বের প্রথম ‘সোনা’য় মোড়া হোটেল চালু করা হয়েছে ভিয়েতনামে।
ভিয়েতনামের রাজধানী হানোইতে তৈরি হয়েছে গোল্ড প্লেটেড হোটেল ‘ডলস হানোই গোল্ডেন লেক’।২০০৯ সালে নির্মাণ শুরু হয়েছিল এই হোটেলের। হোটেলটি তৈরিতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। এমনকি হোটেলের ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেট সোনা।শুধু বাইরে নয়, হোটেলের দরজা, জানলা-সহ বাথরুমের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল, রুম এমনকী বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনায় মোড়া। হোটেলের অন্দরে এবং বাইরেও ৫০০০ বর্গমিটারের সেরামিক টাইলস মোড়া হয়েছে সোনা দিয়েই।
সোনার কাপে পরিবেশন করা হবে কফি। খাবারও দেয়া হবে সোনার পাত্রে। তবে ২৫ তলা এই হোটেলের কাজ পুরোপুরি ভাবে শেষ হয়নি এখনও। আরও কিছুদিন সময় লাগবে।
এই হোটেলে থাকতে হবে গুণতে হবে ন্যূনতম ২৫০ মার্কিন ডলার।
কী ভাবছেন? কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? আর এই সংকটজনক অবস্থার একটু উন্নতি হলেই ঢুঁ মারতে যাবেন অত্যাশ্চর্য সেই হোটেলে? এটি একটি সিক্স স্টার অর্থাৎ ছয় তারা হোটেল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.