টানা বৃষ্টির জের। বাণিজ্য নগরী মুম্বইয়ের বেশ কয়েকটি এলাকা ভাসছে। জলমগ্ন এলাকাগুলিতে যান চলাচল করা কার্যত অসম্ভব হয়ে গিয়েছে। এর মাঝে আবার আবহাওয়া দফতর খবর দিয়েছে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। সেই কারণে বেশ কিছু মানুষকে সরানো হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে।
অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালের কারণে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। আনলক টু পর্বে অনেকে ফাঁকা দিঘার সৌন্দর্য উপভোগ করতে নেমে পড়েছেন। প্রশাসন সতর্ক রয়েছে।































































































































