ATK-মোহনবাগানের বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়

0
1

টানা আলোচনার পর ATK- মোহনবাগান প্রাইভেট লিমিটেডের বোর্ডে অন্যতম ডিরেক্টর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ATK- MB বোর্ডে ৫ জন ডিরেক্টর আছেন। এবার এলেন সৌরভ-ও। এই বোর্ডের প্রথম মিটিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে পারে। ওই বৈঠকে থাকবেন সৌরভ।

প্রসঙ্গত, ATK’তে ৫ শতাংশ শেয়ার ছিল সৌরভের। মোহনবাগানের প্রতি তাঁর ভালোবাসাও অকৃত্রিম ৷ দুই পক্ষের সঙ্গেই তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক। তাই নতুন ভূমিকায় মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না তাঁর। অতীতে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন SMS করে তিনি উদ্দীপ্ত করতেন ATK ফুটবলারদের। এবারও মহারাজকে ওই ভূমিকায় দেখা যেতেই পারে। সূত্রের খবর, প্রথম বোর্ড মিটিংয়ে থাকবেন সঞ্জীব গোয়েঙ্কা আর মোহনবাগানের প্রতিনিধিত্ব করবেন সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত। ATK-এর সহযোগিতায় মোহনবাগানকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়াই সৃঞ্জয়- দেবাশিসের স্বপ্ন৷