কাল, সোমবার থেকে রাস্তায় নামছে বেসরকারি বাস

0
3

কার্যত রাজ্য সরকার বা পরিবহন দফতরের চাপে কাল, সোমবার থেকে রাস্তায় বাস নামাবে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। তবে ভাড়া বাড়ানোর দাবি থেকে তারা সরছে না। আপাতত চাপে পড়ে নরম হওয়া। তবে সব বাস নামবে না। নেতারা সব দায় বাস মালিকদের ঘাড়ে ফেলে দিয়ে বলেছে, মালিকরা চাইলে বাস চালাবেন। এখন দেখার বিষয়, কতখানি এবং কতদিন লোকসান করে পথে বাস নামান মালিকরা।