ভারত বিরোধিতার খেসারত, ইস্তফা দিতে পারেন নেপালের প্রধানমন্ত্রী

0
1

টালমাটাল নেপাল !

বাইরের চাপ তো আছেই, এবার ঘরের মধ্যেও তৈরি হয়েছে প্রবলতর চাপ। জাতীয় সংবাদমাধ্যমের খবর, দ্বিমুখী চাপের জেরেই সম্ভবত পদত্যাগ করতে চলেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি।

চিনের সঙ্গে হাত মিলিয়ে পরের পর ভারত-বিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগে রীতিমত নাজেহাল নেপালের প্রধানমন্ত্রী। তাঁর ইস্তফার দাবিতে সরব হয়েছেন তাঁর দলের শীর্ষ নেতারাই। ভারতের তিনটি এলাকা নেপালের মানচিত্রে ঢুকিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছেন অলি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এভাবে ধ্বংস করার জন্য অলিকে রীতিমতো দোষারোপ করছেন নেপালের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। যার জেরে ইস্তফা দিতে পারেন অলি।রবিবার নেপাল কমিউনিস্ট পার্টির কো-চেয়ারম্যান পুষ্পা কমল দাহাল বা প্রচন্ড ও প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি একসঙ্গে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে বৈঠকে করেছেন। জানা গিয়েছে এই বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার ফের বৈঠকের কথা আছে৷ তবে জানা গিয়েছে তার আগেই প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন বিতর্কিত অলি।