ত্রাণের টাকার তছরূপ, নন্দীগ্রামে ২০০ নেতা, কর্মী, জনপ্রতিনিধিকে শোকজ

0
1

তৃণমূল কংগ্রেসে শাস্তির পালা ক্রমশ বাড়ছে। এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ২০০ তৃণমূল নেতা-কর্মী-জনপ্রতিনিধিকে শোকজ করা হল। অভিযোগ আমফানের টাকা তছরূপ করা। শোকজ যাদের করা হয়েছে তার মধ্যে বেশ কিছু পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, অঞ্চল প্রধান রয়েছেন। তাদের টাকা ফেরৎ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না দিলে কড়া ব্যবস্থার হুমকি। বিজেপি এই ঘটনাকে নাটক বলে বর্ণনা করেছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আসলে দলটায় ঠগ বাছতে গিয়ে গাঁ উজাড় হয়ে যাবে। নিজেরাই বলছে এরা চুরি করেছে। আর যারা চুপ করে আছে, সেই সংখ্যাটা? সিপিএম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর যুক্তি, চুরি করেছে। তা চোরেদের শাস্তি তৃণমূল দেওয়ার কে? দেশের আইন অনুযায়ী এদের পুলিশের হাতে দেওয়া হচ্ছে না কেন?